মিডল অর্ডারে আরেকটু দায়িত্ব নিতে পারত: সাকিব

প্রকাশিতঃ অক্টোবর ২৮, ২০২৫ | ৯:৩১ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ। ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৬ রানে হেরে যায় টাইগাররা। শুরুতেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে দল, শেষ দিকে লড়লেও জয় হাতছাড়া হয়। সিরিজে এখন ১-০ তে এগিয়ে ক্যারিবীয়রা। শেষ দিকের ব্যাটাররা লড়াই করলেও ক্রিজে ছিলেন না স্বীকৃত কোনো ব্যাটার। ম্যাচ শেষে সেখানেই আফসোস করলেন তানজিম সাকিব। সংবাদ সম্মেলনে তানজিম বলেছেন, ‘তা তো অবশ্যই (সেট ব্যাটার থাকলে সহজ হত শেষে)। শেষ দিকে ডিউ পড়ার কারণে বল অনেক ইজিলি ব্যাটে আসছিল। যদি একজন সেট ব্যাটার থাকত খেলা অনেক সহজ হয়ে যেত। ২ ওভারে ৩০ রান লাগত, ব্যাটার থাকলে খেলা হাতেই থাকে। অবশ্যই আমি আপনার সাথে একমত।’ নিজে ২৭ বলে ৩৩ রান করেছেন তানজিম, তবে খেলাটা শেষ করে আসতে পারেননি। তিনি বলেছেন, ‘আমি আসলে শেষ করতে পারলে খুব ভালো লাগত। এটা আসলে ভালো অবদান না। আমি ক্রিজে ছিলাম বল ব্যাটে ভালো কানেক্ট হচ্ছিল। নাসুম ভাই অনেক ভালো সাপোর্ট দিচ্ছিল বাউন্ডারি মারছিল। মনে হয়েছে একজন ব্যাটারকে নিয়ে ব্যাট করছি। যদি খেলাটা আরেকটু ডিপে নিয়ে যেতে পারতাম (ভালো হত)। ফলে আক্ষেপ অবশ্যই থাকবে।’ বোলিংয়ে শেষ ওভারে ২২ রান দেওয়া নিয়ে তানজিম জানান, ‘বোলিংয়ে শেষ ওভার আসলে খারাপ দিন ছিল আমার। এক্সিকিউশনে ভুল ছিল এটা নিয়ে কাজ করব অবশ্যই।’ মাঝের ওভারে উইকেট পতন নিয়ে তানজিম বলেন, ‘আমাদের ব্যাটারদের উইকেট গেছে পাওয়ারপ্লেতে। সেট হওয়ার পর ভিন্ন কিছু হতে পারত। বেশিরভাগই সেট হওয়ার আগে আউট হয়ে গেছে। মিডল অর্ডারে আরেকটু দায়িত্ব নিতে পারত। তারা দায়িত্ব নিলে খেলাটা আরেকটু ডিপে নিয়ে গেলে অন্য কিছু হতে পারত।’ ব্যাটিংয়ে একটা সময় ৪ ওভারে ৪৭ রান দরকার, তখনও জয়ের বিশ্বাস ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তানজিম জানান, ‘অবশ্যই। টি-টোয়েন্টি খেলাটাই এরকম। শেষ পর্যায়ে ২ ওভারে ৩০ রান লাগত, ক্লোজ করে ফেলেছিলাম। তাসকিন ভাই, ফিজ (মুস্তাফিজুর রহমান) ভাই ব্যাট করছিল। নাসুম ভাইয়ের ছয়টা হয়ে গেলে, যেটা ক্যাচ ধরে ফেললো তখন ভিন্ন কিছু হতেও পারত। রান চেইজ করার মতই। ভালো উইকেটে ৪ ওভারে ১০ করে নেওয়া সহজ। বিশ্ব ক্রিকেটে এমন হয়ে আসছে। এগুলো আসলে করার মতই।’ নিজের ব্যাটিংয়ে উন্নতির চেষ্টা প্রসঙ্গে তানজিম জানান, ‘ব্যাটিংয়ে সবসময় (সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ) সালাউদ্দিন স্যার অনেক আত্মবিশ্বাস দেয়। উনি অনুশীলনে অনেক ব্যাটিং করায় অনেক আত্মবিশ্বাস দেয়। প্লেয়াররা কোচরা সবাই বিশ্বাস দিয়েই ব্যাটিংয়ে পাঠায় যে তুমি রান করতে পারবা। এগুলো অবশ্যই বিশ্বাস দেয়। কখনও পারি কখনও পারি না। তবে চেষ্টা করছি ধারাবাহিক হওয়ার।’ সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ২৯ অক্টোবর। ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।