আফগানিস্তান ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল

প্রকাশিতঃ নভেম্বর ৬, ২০২৫ | ৫:৩২ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

আফগানিস্তানের উত্তরাঞ্চলে রবিবার রাতে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, খোলমের হিন্দু কুষ অঞ্চলের মাজার-ই-শরীফ শহরের কাছে মাটির ২৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি ঘটে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে এটি অনুভূত হয়। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদক জানিয়েছেন, কাবুলে বসবাসকারী অনেকেই ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন। স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ মানুষের জন্য জরুরি সেবা ফোন নম্বর প্রকাশ করেছে। তবে নতুন এই ভূমিকম্পে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। মাজার-ই-শরীফের বাসিন্দারা মাঝরাতে তাদের বাড়ি থেকে বের হয়ে রাস্তায় সমবেত হন, কারণ ভূমিকম্পের কারণে ভবন ধসে পড়ার আশঙ্কা ছিল। শুধু দুই মাস আগেই আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে দেশটি ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। এর মধ্যে ২০২৩ সালে হেরাত অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে প্রায় ১,৫০০ জন নিহত ও ৬৩,০০০টি ঘরবাড়ি ধ্বংস হয়। এ বছরের ৩১ আগস্ট আফগানিস্তানে ৬ মাত্রার অগভীর ভূমিকম্পে ২,২০০ জনের মৃত্যু হয়, যা দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে ধরা হয়েছে। আফগানিস্তানের ভূ-প্রাকৃতিক অবস্থার কারণে ভূমিকম্পের আশঙ্কা এখানে সাধারণ। বিশেষ করে হিন্দুক কুষের পাহাড়ি এলাকায় ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষ ভূমিকম্পকে উদ্ভূত করে।