পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত, পুঁজিবাজারে অস্থিরতা

প্রকাশিতঃ নভেম্বর ৬, ২০২৫ | ৫:৩৮ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা দেশের পাঁচটি ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ফলে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ব্যাংকগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএসই ও সিএসই। শেয়ার লেনদেন স্থগিত হওয়া ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এবং ইউনিয়ন ব্যাংক। ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ অনুযায়ী সিদ্ধান্ত ডিএসই জানায়, ‘ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫’–এর ধারা ১৫ অনুযায়ী ৫ নভেম্বর থেকে এই ব্যাংকগুলোকে অকার্যকর হিসেবে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, এখন থেকে এসব ব্যাংক উক্ত অধ্যাদেশ অনুসারে পরিচালিত হবে। বাংলাদেশ ব্যাংক আরও একটি চিঠির মাধ্যমে এই পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে এবং নিয়ন্ত্রিত কাঠামোয় পরিচালনার নির্দেশ দিয়েছে বলে ডিএসই জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের অবস্থান গত বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “এই পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে নেমে গেছে। ফলে শেয়ারগুলোর মূল্য জিরো হিসেবে গণ্য হবে এবং বিনিয়োগকারীদের কাউকেই ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।” বিনিয়োগকারীদের মালিকানা বিশ্লেষণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পরিশোধিত মূলধন: ১,২০৮ কোটি টাকা মোট শেয়ার: ১২০.৮১ কোটি সাধারণ বিনিয়োগকারীর মালিকানা: ৬৫%+ প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারী: ২৯% উদ্যোক্তা ও পরিচালকদের মালিকানা: ৬% গ্লোবাল ইসলামী ব্যাংক পরিশোধিত মূলধন: ৯৮৭ কোটি টাকা মোট শেয়ার: ৯৮.৭৪ কোটি সাধারণ বিনিয়োগকারী: ৩২% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী: ৫৩% উদ্যোক্তা ও পরিচালকদের অংশ: ১৫% ইউনিয়ন ব্যাংক পরিশোধিত মূলধন: ১,০৩৬ কোটি টাকা মোট শেয়ার: ১০৩.৬৩ কোটি সাধারণ বিনিয়োগকারী: ৩২% প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারী: ১৪% উদ্যোক্তা ও পরিচালকদের মালিকানা: ৫৪% এক্সিম ব্যাংক পরিশোধিত মূলধন: ১,৪৪৮ কোটি টাকা মোট শেয়ার: ১৪৪.৭৬ কোটি সাধারণ বিনিয়োগকারী: ৩৯% প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারী: ২৯% উদ্যোক্তা ও পরিচালকদের অংশ: ৩২% সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) পরিশোধিত মূলধন: ১,১৪০ কোটি টাকা মোট শেয়ার: ১১৪.০২ কোটি সাধারণ বিনিয়োগকারী: ১৯% প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারী: ৬৯% উদ্যোক্তা ও পরিচালকদের অংশ: ১২% বাজার বিশ্লেষকরা যা বলছেন পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, ইসলামী ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়া এবং বাংলাদেশ ব্যাংকের কঠোর পদক্ষেপ বিনিয়োগকারীদের আস্থায় সাময়িক প্রভাব ফেলবে। তবে দীর্ঘমেয়াদে ব্যাংক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে এটি একটি কাঠামোগত সংস্কারের অংশ হতে পারে।