রাজশাহীতে সিহাব হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিতঃ নভেম্বর ৯, ২০২৫ | ১১:৫৪ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিহত কিশোর শিহাব আলী (১৭) হত্যার মূলহোতা রতন আলীকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার রাতে র‌্যাব-৫ এর সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি দল বেলপুকুর বাইপাস এলাকা থেকে রতনকে গ্রেপ্তার করে। তিনি গোদাগাড়ীর হাজিবান্দুড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। রবিবার সকালে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোদাগাড়ীর বসন্তপুর গ্রামের কিশোর শিহাবের সঙ্গে ফেসবুকের মাধ্যমে ১৪ বছরের এক কিশোরীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। ২০ অক্টোবর রাত সোয়া সাতটার দিকে শিহাব দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে মেয়েটির সঙ্গে দেখা করতে বের হয়। রাত আটটার দিকে তারা হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে ওই কিশোরীর প্রতিবেশীরা তাদের পথরোধ করে। তাদের হাতে ছিল বাঁশের লাঠি ও লোহার রড। কথা-কাটাকাটির একপর্যায়ে তারা শিহাবকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত শিহাব প্রাণ বাঁচাতে পাশের পুকুরে ঝাঁপ দিলেও হামলাকারীরা সেখানেও তাকে পিটিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। টানা ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ১ নভেম্বর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার পর নিহত শিহাবের বাবা মামলা করেন। ওই মামলার প্রধান আসামি রতন আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।