কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে ঘাটাইলে সচেতনতামূলক ক্যাম্পেইন

প্রকাশিতঃ নভেম্বর ১২, ২০২৫ | ৫:১৬ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি)-এর উদ্যোগে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক একটি কমিউনিটি ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বুধবার (১২ নভেম্বর) সকালে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাঈম মো. সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাইল সিডিপি ম্যানেজার শারমিন নাসরিন। এছাড়াও অংশগ্রহণ করেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পার্টনার স্কুলের শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকবৃন্দ। ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল—কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি, মানসিক সমস্যার বিষয়ে সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং আত্মহত্যা প্রতিরোধে সঠিক দিকনির্দেশনা প্রদান। অনুষ্ঠানে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি, প্লেজ রাইটিং ওয়াল এবং আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক নাটক, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মানসিক স্বাস্থ্য সচেতনতা এখন সময়ের দাবি। পরিবার, বিদ্যালয় ও সমাজ—সবার সম্মিলিত প্রচেষ্টাতেই কিশোর-কিশোরীদের মানসিক সুস্থতা নিশ্চিত করা সম্ভব।” সভাপতির সমাপনী বক্তব্যে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “গুডনেইবারস সবসময়ই সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।” উল্লেখ্য, গুডনেইবারস বাংলাদেশ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, শিশু অধিকার ও কমিউনিটি উন্নয়নে কাজ করে যাচ্ছে, যাতে সমাজ হয় সচেতন, সক্ষম ও নিরাপদ।