ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর উদ্যোগে ১২টি হুইলচেয়ার বিতরণ।

প্রকাশিতঃ নভেম্বর ১৪, ২০২৫ | ১১:১৭ অপরাহ্ণ
মো:রফিকুল ইসলাম, উপজেলা প্রতিনিধি, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোঃ মোবারক হোসেন আখন্দের উদ্যোগে ১২ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে। শুক্রবার সকালে সরাইল শহীদ মিনার প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোবারক হোসেন আখন্দ। উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জাবেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা আবুল বাশার ভুঁইয়া এবং জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জুলফিকার হায়দার রাফি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আতাউল্লা রোহানী।