ফকিরহাট পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ নভেম্বর ১৫, ২০২৫ | ১০:০৫ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

১৩ নভেম্বর ২০২৫, রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় ফকিরহাট উপজেলা পাবলিক লাইব্রেরি সভাকক্ষে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে ধারণ করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর দিনব্যাপী জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ এবং ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ ও সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্প, যা এফসিডিও (FCDO)-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য ও পিএফজি কো-অর্ডিনেটর ইফতেখার আহমেদ পলাশ, এবং প্রশিক্ষণ পরিচালনা করেন এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. রাজু জবেদ। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জেন্ডার সচেতনতা, জেন্ডার ভূমিকা ও চাহিদা, সমতা ও ন্যায্যতা, মতপ্রকাশের স্বাধীনতা, সামাজিক সম্প্রীতি ও সংঘাত প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা ও কার্যকর অনুশীলনে অংশ নেন। সভা ও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন— উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও পিএফজি অ্যাম্বাসেডর সাহেদুর রহমান জোহা, উপজেলা মহিলাদলের সভানেত্রী ও পিএফজি অ্যাম্বাসেডর কলিনা ইসলাম, পিএফজি অ্যাম্বাসেডর বিজন দাস, উপজেলা বিএনপির সদস্য ও পিএফজি অ্যাম্বাসেডর মুশফিকুজ্জামান রিপন, উপজেলা বিএনপির সদস্য মোল্লা রাজু আহমেদ, যুবদলের সদস্য কাজী শাহান শাহ্, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট শাখার সদস্য আসলাম, গণঅধিকার পরিষদের সহ-সভাপতি শেখ খাইরুল বাশার, বাংলাদেশ খেলাফত মজলিশের সদস্য ইমাম মো. শহিদুল ইসলাম, জাতীয় পার্টির মুন্সি আলী আজগর, পুরোহিত শিবনাথ রায়, সাংবাদিক সৈয়দ জালিস মাহমুদ, ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের কো-অর্ডিনেটর শেখ সাবিতুল ইসলাম সাগর, ওয়েভ সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। সভায় বক্তারা শান্তি স্থাপন, সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক ও দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে অনুপ্রেরণা জোগাবে।” সভায় উপস্থিত সদস্যরা ফকিরহাট উপজেলায় বিভিন্ন ধরনের পিস ইভেন্ট, আন্তঃধর্মীয় সংলাপ, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, এবং রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দলমত নির্বিশেষে জনগণকে সম্পৃক্ত করে কাজ করার কর্মপরিকল্পনা গ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির