মাগুরায় ইয়াং স্টার একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।


“চলো মাঠে যায়, ক্রীড়ায় পরিচয়”-এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার অন্যতম ক্রীড়া সংগঠন ইয়াং স্টার একাডেমির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৩রা জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে মাগুরা অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক এডভোকেট মনজুরুল ইসলাম কনকের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন, একতা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা কাজী আলামীন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহিম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ইয়াং স্টার একাডেমির পরিচালক সৈয়দ বারিক আনজাম বার্কি।