মতামত ছাড়া ইমারত নির্মাণ বিধিমালা প্রস্তুত করায় রিহ্যাবের ক্ষোভ


আবাসন খাত সংশ্লিষ্টদের মতামত ছাড়াই ইমারত নির্মাণ বিধিমালা প্রস্তুত করায় ক্ষোভ প্রকাশ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।রোববার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, আবাসন খাতের সর্ববৃহৎ স্টেক হোল্ডার রিহ্যাবের কোনো প্রকার মতামত ছাড়াই ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০২৪ এর খসড়া তৈরির ঘটনা দুঃখজনক।শুধু তাই নয়, খসড়াটি শিগগিরই চূড়ান্ত করা হচ্ছে। কোনো ধরনের মতামত ছাড়াই ইমারত নির্মাণ বিধিমালা প্রস্তুত করায় সংক্ষুব্ধ রিহ্যাবের সদস্যরা।তাই মতামত ছাড়া ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা চূড়ান্ত না করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে।