মাগুরা পৌরসভার সাবেক কাউন্সিলর মীর বাবু গ্রেফতার।
মোঃ সাহিদুল ইসলাম নয়ন সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা
মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাগুরা পৌরসভার সাবেক কাউন্সিলর মীর শহিদুল ইসলাম বাবুকে পুলিশ গ্রেফতার করেছে।
২০২২ সালের ২৭ আগস্ট মাগুরা শহরের ভায়না টিটিডিসি পাড়ার তাহাজ্জেদ শরীফের ছেলে মিলন শরীফ নামে একজন সংবাদ কর্মীর উপর হামলা এবং মটর সাইকেল ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় অভিযুক্ত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার দুই বছর পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মাগুরা সদর থানায় দায়েরকৃত মামলাটিতে মীর শহীদুল ইসলাম বাবু এজাহার নামীয় ১২ নম্বর আসামী। এ মামলায় সুনির্দিষ্ট ২৬ জনসহ অজ্ঞাত ১শ থেকে দেড়শ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীকে আসামী করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, শনিবার সকালে মাগুরা শহরের মীরপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।