শালিখায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


মাগুরার শালিখায় যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভীর্য ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহর উপজেলার আড়পাড়া আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন, উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী ,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড কামাল হোসেন , উপজেলা সহকারি কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু, শালিখা থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন , উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুবক্কার মাস্টার, সাধারণ সম্পাদক ইলিয়াস সিকদার, যুম্ম-সাধারণ সম্পাদক মোঃ বখতিয়ার উদ্দিন লস্কর , সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মুন্সি আবু হানিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ,আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস, শতখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম , উপজেলা যুবলীগের আহবায়ক মুজিবুর রহমান, সেচ্ছাসেবক লীগের সভাপতি খুরশিদ আলম রনি, এছাড়াও অন্যান্যদের মধ্যে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,সহ বিভিন্ন অঙ্গ সংগঠন,বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।