অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ৫ জন যোগ দিচ্ছেন, সন্ধ্যায় শপথ
অনলাইন নিউজ ডেক্স
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে আরও ৫ জন যোগ দিতে পারেন। আজ সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠান হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে ২১ জন উপদেষ্টা রয়েছেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। ৮ আগস্ট শপথ নেয় ১৭ উপদেষ্টা। পরে আরো চারজন যুক্ত হয়ে অন্তর্বর্তী সরকারের আকার ধারণ করেছে ২১ জন।
নতুন করে আরো পাঁচজন উপদেষ্টা পরিষদে যুক্ত হলে ২৬ জনে দাঁড়াবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।