অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ৫ জন যোগ দিচ্ছেন, সন্ধ্যায় শপথ


অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে আরও ৫ জন যোগ দিতে পারেন। আজ সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠান হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে ২১ জন উপদেষ্টা রয়েছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। ৮ আগস্ট শপথ নেয় ১৭ উপদেষ্টা। পরে আরো চারজন যুক্ত হয়ে অন্তর্বর্তী সরকারের আকার ধারণ করেছে ২১ জন। নতুন করে আরো পাঁচজন উপদেষ্টা পরিষদে যুক্ত হলে ২৬ জনে দাঁড়াবে।