অবশেষে কাজে ফিরছেন পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা


আন্দোলন স্থগিত করে শর্তসাপেক্ষে আগামী শনিবার থেকে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়েছে। ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে তা মাসিক ভিত্তিতে দেওয়ার প্রতিশ্রুতির পর প্রথমে আপত্তি জানালেও এখন সেই আশ্বাসেই কর্মস্থলে ফিরছেন তারা। টানা ১২ দিন ধরে আন্দোলনের পর বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মবিরতি থেকে সরে আসার কথা জানান পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি জাবির হোসেন। জাবির বলেন, শনিবার থেকে আমরা কাজে ফিরছি। তবে আমাদের কিছু শর্ত আছে এবং আমাদের কিছু দাবিও আছে। একটি স্মারকলিপি ইউনিটপ্রধানদের কাছে দেওয়া হবে। ভাতা বৃদ্ধির দাবি নিয়ে গত মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন পাঁচ শতাধিক চিকিৎসক। এর পর ৮ জুলাই থেকে তারা কর্মবিরতি শুরু করেন এবং ৯ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশন কর্মসূচি পালন করেন। ১০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে দাবিসংবলিত স্মারকলিপি দিয়ে আসে চিকিৎসকদের একটি প্রতিনিধিদল। কিন্তু এর পরও দাবি পূরণের প্রতিশ্রুতি না পেয়ে ১৬ জুলাই শাহবাগে বিক্ষোভ করেন চিকিৎসকরা। সকাল থেকে বিকাল পর্যন্ত বিক্ষোভ দেখানোর পর বিএসএমএমইউ উপাচার্যের আশ্বাসে তারা শাহবাগ ছাড়েন।