অবৈধ পথে বিদেশে পাড়ি: দালালদের তৎপরতা বন্ধ করতে হবে
মোঃ রাছেল রানা, প্রধান সম্পাদক
দালালদের প্রলোভনে অবৈধ পথে বিদেশে পাড়ি দিতে গিয়ে বিভিন্ন সময়ে বহু বাংলাদেশির হয় সাগরে সলিল সমাধি হয়েছে অথবা ঠাঁই হয়েছে দুর্গম জঙ্গলের গণকবরে। গণমাধ্যমে প্রায়ই এমন খবর প্রকাশ পেলেও এ অপচেষ্টা বন্ধ হয়নি। সর্বশেষ অবৈধ পথে ইতালি যাওয়ার সময় সাগরে ডুবে মারা যাওয়া আট বাংলাদেশির লাশ দীর্ঘ আড়াই মাস পর তিউনিসিয়া থেকে দেশে এসেছে গত বৃহস্পতিবার। জানা যায়, ১৪ জানুয়ারি মাদারীপুরের রাজৈরের কয়েকজন যুবক ইতালির উদ্দেশে বাড়ি থেকে বের হয়। ১৪ ফেব্রুয়ারি লিবিয়া থেকে দালালদের মাধ্যমে তারা একটি ইঞ্জিনচালিত নৌকায় রওনা দেয়। তিউনিসিয়ার ভূমধ্যসাগরে নৌকায় আগুন ধরে সেটি ডুবে গেলে আটজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর দ্রুত বাংলাদেশ দূতাবাস এবং লিবিয়ার একটি প্রতিনিধি দল তিউনিসিয়ার জারবা ও গ্যাবেস হাসপাতালের মর্গে অজ্ঞাত পরিচয়ে সংরক্ষিত লাশগুলোর পরিচয় নিশ্চিত করে। পাশাপাশি দুর্ঘটনা থেকে জীবিত অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশিদের সহায়তায় নিহতদের ছবি ও প্রাথমিক তথ্য সংগ্রহ এবং দেশে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ পাঠানোর সব প্রক্রিয়া সম্পন্ন করে। দূতাবাসের এ উদ্যোগ প্রশংসনীয়। এদিকে লাশ ফিরে পাওয়ার পর গ্রামের বাড়িতে স্বজনরা নিহতদের মরদেহ দাফন করেছেন। সেই সঙ্গে দাফন হয়েছে এসব পরিবারের সুখস্বপ্নও।
পরিতাপের বিষয়, বিভিন্ন সময়ে দালালদের মাধ্যমে বিদেশে পাড়ি দিতে গিয়ে এমন স্বপ্নভঙ্গের বহু ঘটনা ঘটলেও তা বন্ধে কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। বিশেষ করে যেভাবে দালালরা উন্নত জীবনের মিথ্যা আশ্বাস দিয়ে অবৈধ ও বিপদসংকুল পথে দেশের টগবগে যুবকদের ঠেলে দেয়, তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এজন্য সবার আগে প্রয়োজন এসব কাজে জড়িত বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও দালালদের নির্মূল করা। শুধু তাই নয়, এমন অপকর্মে যারা জড়িত, তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনা। আমরা মনে করি, সাধারণ মানুষকেও এ বিপদসংকুল যাত্রার ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে, যাতে তারা প্রলোভন ও মিথ্যা আশ্বাসে অবৈধ কোনো প্রক্রিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে পাড়ি না জমান। ভুলে গেলে চলবে না, দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব অপরিসীম। তাই পুরো অভিবাসন প্রক্রিয়াকে সুষ্ঠু পরিকল্পনার আওতায় আনা প্রয়োজন। জনশক্তি রফতানি খাতে অনিয়ম, অব্যবস্থাপনা দূর করার পাশাপাশি অবৈধ পন্থায় বিদেশ গমনের প্রবণতা হ্রাসে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, এটাই কাম্য।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।