অ্যামাজন আরও ৯ হাজার কর্মী ছাঁটাই করছে


অর্থনৈতিক মন্দার কারণে সারা বিশ্বের শ্রমবাজার এখন অস্থিতিশীল। প্রায় সময় বড় প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠান ইতিমধ্যে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করেছে। এই সপ্তাহে ই-কমার্স কোম্পানি অ্যামাজন আবারও ৯ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। যা নিয়ে মোট ২৭ হাজার কর্মী চাকরি হারাল অ্যামাজনে। খবর গ্যাজেটস নাওয়ের অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি বলেন, অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে গুরুত্ব বিবেচনা করে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগগুলি তাদের অগ্রাধিকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরে এবং বার্ষিক পরিকল্পনা প্রক্রিয়ায় পরবর্তী বছরের জন্য বিনিয়োগের রূপরেখা দেওয়ার পরে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ব্যয় কমাতে ১৮ হাজার কর্মী ছাঁটাই করে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন। গত নভেম্বর থেকে কোম্পানিটি কর্মী ছাঁটাইয়ের পর্ব শুরু করে। তবে ঠিক কত কর্মী ছাঁটাই করা হবে, ওই সংখ্যা তখন জানানো হয়নি। তখন জ্যাসি বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত কর্মীদের সহযোগিতা করার বিষয়ে কাজ করছি। আমরা তাদের ছাঁটাই বাবদ ক্ষতিপূরণ, অন্তর্বর্তী স্বাস্থ্যবিমা-সুবিধা ও অন্যত্র চাকরির ব্যবস্থা করার মতো সহযোগিতা করছি।’ এদিকে, গত সপ্তাহে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে যে পাঁচ হাজার পদ শূন্য রয়েছে, সেসব পদেও এখন কর্মী নিয়োগ দেওয়া হবে না বলে জানানো হয়েছে।