আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দলে সাকিবসহ আছেন যারা
অনলাইন নিউজ ডেক্স
শেষ হয়ে গেছে আরও একটি বছর, যাত্রা শুরু নতুন বছরের। গেল বছরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যারা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তাদের নিয়ে চলছে বিশ্লেষণ।
ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া ২০২৩ সালের ওয়ানডেতে যারা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তাদের নিয়ে বর্ষসেরা একাদশ সাজিয়েছেন। তার সেই বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
আকাশ চোপড়ার ওয়ানডে দলে আছেন ভারতীয় ৬ জন ক্রিকেটার। তারা হলেন-রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কূলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ। দক্ষিণ আফ্রিকার তিন তারকা- মার্কো জানসেন, এইডেন মার্করাম ও হেইনরিখ ক্লাসেন। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান আর বাংলাদেশের সাকিব আল হাসান।
তবে ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের বর্ষসেরা একাদশে আছেন ৭ জন ভারতীয়। তারা হলেন- রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিন্দ্র জাদেজা, শুভমান গিল, কূলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ও হেইনরিখ ক্লাসেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।