আগামীকাল রাজশাহী মহানগর যুবলীগের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী মতবিনিময় সভা
অনলাইন নিউজ ডেক্স
আগামীকাল পহেলা মে (সোমবার) রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করে গতকাল প্রেস বিজ্ঞপ্তিঃ পাঠিয়েছেন রাজশাহী মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান খান চৌধুরী ইতু।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,আগামীকাল ১মে সোমবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী যুবলীগ,রাজশাহী মহানগর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী এবং নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বাচ্চু\'র নির্দেশে উক্ত সভা সফল করার লক্ষ্যে মহানগর যুবলীগের সকল নির্বাহী সদস্য,ওয়ার্ড যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক,আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক সহ সকল নেতাকর্মী যথা সময়ে যথাস্থানে উপস্থিত থেকে সভাটি সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।