আত্রাইয়ে বেড়েছে নিশি কুটুম্বদের দৌরাত্ম্য আতংকিত এই গ্রামীণ জনপদের মানুষ
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ
নওগাঁর আত্রাইয়ে সম্প্রতি ব্যাপকহারে বেড়েছে নিশি কুটুম্বদের দৌরাত্ম্য প্রায়শই ঘটছে গরু চুরি র ঘটনা।
প্রায়শই এমন চুরির ঘটনায় আতংকিত এই গ্রামীণ জনপদের মানুষ।সম্প্রতি গত ২ডিসেম্বর সোমবার দিবাগত-রাত এ উপজেলার বলরামচক গ্রামের মোজাফফর হোসেন এর গোয়ালঘর থেকে তালা কেটে চারটি গরু এবং একটি ছাগল চুরির ঘটনা ঘটেছে, এর আগে ধারাবাহিক ভাবে প্রায় তিন সাপ্তাহের ব্যাবধানে উপজেলার মিরপুর গ্রামের মালেকের ছেলে জসিম , শ্রীরামপুর গ্রামের সামাদের ছেলে সুমন এর গোয়ালঘর থেকে গরু চুরি হয়, এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক ভাবে ভ্যান মোটরসাইকেল সহ বিভিন্ন চুরির ঘটনা ঘটেছে .
নিশি কুটুম্বদের দৌরাত্ম ব্যাপক হারে বেড়ে যাওয়ায় সম্প্রতি সময়ে আতংকিত হয়ে পড়েছে গ্রামীণ জনপদের মানুষ ।গত ৫আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পড় থেকেই একরকম নিস্ক্রিয় হয়ে পড়ে পুলিশি টহল ও আইনশৃংখলা পরিস্থতি.পরিস্থতি উন্নয়নে এবং জনগনের আস্থা ফেরাতে বিভিন্ন কৌশল অবলম্বন করায়।সম্প্রতি সময়ে কিছুটা পুলিশি কার্যক্রম ও টহল ব্যাবস্থা দৃশ্যমান হয়েছে তবে নিশি কুটুম্বদের সনাক্ত বা গ্রেফতারে তৎপরতা কম হওয়ার সুযোগটি কাজে লাগিয়ে নিশিকুটুম্বদের দৌরাত্ম্য বেড়েছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।এবিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ সাহাবুদ্দিন বলেন।
ধারণা করা হচ্ছে বহিরাগতরা এসব ঘটনা ঘটাচ্ছে. গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন আত্রাই থানা পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে অতিদ্রুত এসব চুরির হোতাদের গ্রেফতার করতে সক্ষম হবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।