আধাঘণ্টা ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপল জয়পুর
অনলাইন নিউজ ডেক্স
ভারতের রাজস্থানের জয়পুরে আধা ঘণ্টার মধ্যে তিনবার ভূমিকম্প আঘাত হেনেছে।
শুক্রবার দেশটির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।
এনসিএস জানায়, শুক্রবার ভোর ৪টা ২৫ মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার তৃতীয় ভূমিকম্পটি অনুভূত হয়। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল।
৩ দশমিক ১ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় ৪টা ২২ মিনিটে। ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল। ৪ দশমিক ৪ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে ভোর ৪টা ৯মিনিটে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।