আনন্দ মুখর পরিবেশে হরিণাকুণ্ডুতে ২০২৪ শিক্ষাবর্ষের বই উৎসব পালিত


ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ঐতিহ্যবাহী শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সকাল সাড়ে দশটায় ৬ ষ্ট থেকে ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন, প্রধান শিক্ষক নিয়ামত আলীর সভাপতিত্বে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী এবং উপজেলা শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান। পরবর্তীতে হরিণাকুণ্ড মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আসাদুজ্জামান এর সভাপতিত্বে বই উৎসব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর বারী।,একইভাবে বই উৎসবে অতিথিবৃন্দ যোগদান করেন হরিণাকুন্ডু প্রিয়নাথ স্কুল এন্ড, কলেজ হরিণাকুন্ডু আলিম মাদ্রাসা সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে। বেলা সাড়ে এগারোটায় উপজেলা সদরের বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদের সভাপতিত্বে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান এ সময় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার সুবীর কুমার ঘোষ এবং এস এমসির সভাপতি আশারানী ঘোষ।অতিথিবৃন্দ উৎসব মুখর পরিবেশে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।একই ভাবে ১৩৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে স্ব স্ব ক্লাস্টারে দায়ীত্ব প্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা অফিসারবৃন্দ। এছাড়াও অনুমোদিত কেজি স্কুলে একইভাবে উৎসব মুখর পরিবেশে নতুন বই বিতরন করা হয়।

সর্বশেষ :