আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন
অনলাইন নিউজ ডেক্স
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে রোববার বিভিন্ন সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। কুমিল্লায় র্যালিতে অংশ নেন হিউম্যান রাইট্স অ্যান্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোস্তাফিজুর রহমান লিটন, জেলা সভাপতি মিজানুর রহমান মিলন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম, কো-অর্ডিনেটর হারুনুর রশিদ।
রংপুরে র্যালি শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে র্যালি হয়েছে। পরে সংগঠনের কে-চেয়ারম্যান জাভেদ ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোজক্কের হোসেন মঞ্জু।
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে র্যালি হয়েছে। এতে উপস্থিত ছিলেন লাইফ সায়েন্স অনুষদের ডিন ও ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ উমর ফারুক, জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আজিজুল হক।
ভোলায় অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আরিফুজ্জামান, জেলা পরিষদ প্রধান নির্বাহী মো. কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদ।
জয়পুরহাটে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস ছালাম আকন্দ, সিভিল সার্জন ডা. আকুল উদ্দিন।
নওগাঁর নিয়ামতপুরে সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার উপজেলা সভাপতি বজলুর রশিদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
রাজবাড়ীর গোয়ালন্দে মুক্তি মহিলা সমিতির সভানেত্রী মর্জিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম।
নওগাঁর মহাদেবপুরে চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্রের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি আজাদুল ইসলাম আজাদ, পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শক মো. আনিছুর রহমান।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সাহিদা আখতারের সভাপতিত্বে অধ্যাপক প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
বাগমারায় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী আবু তালেব প্রামাণিক।
আইয়ুব আলী সরকারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন আক্কাছ আলী।
ঝালকাঠির রাজাপুরে উপজেলা মানবাধিকার কমিশনের প্রেসিডেন্ট আবদুল বারেক ফরাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মো. আল ইমরান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মো. শাহজাহান মোল্লা।
কলাপাড়ায় উপজেলা নাগরিক ফোরামের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ও প্রজেক্ট সমন্বয়ক আলীয়া মান্নানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) র্যালিতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, আইন অনুষদের ডিন ড. রাজিউর রহমান।
খুলনার পাইকগাছায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি শফিকুল ইসলাম কচি। প্রধান অতিথি ছিলেন ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী পরিচালক নিজাম উদ্দীন।
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় মানবাধিকার ইউনিটির উপজেলা সভাপতি অপূর্ব লাল সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক সৈয়দ পারভেজ আহমেদ রাজিব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বেলাল।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।