আবারও শাহজালালে প্রায় ৬০২ গ্রাম সোনাসহ আটক ১
অনলাইন নিউজ ডেক্স
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঈদ উপলক্ষে চোরাচালান প্রতিরোধে এপিবিএনের চলমান বিশেষ অভিযানে প্রায় ৬০২ গ্রাম স্বর্ণ সহ মোঃ ফারুক খাঁ (৫০) নামে ০১ জনকে আটক করা হয়েছে। রবিবার রাত ০০.৩৫(AM) ঘটিকায় বিমানবন্দরের বহুতল কার-পার্কিং সংলগ্ন মসজিদের প্রধান গেটের সামনের ফুটপাত এর উপর থেকে তাকে আটক করা হয়।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান বলেন, রবিবার রাত ০০.৩৫ (AM) ঘটিকায় অভিযুক্ত মোঃ ফারুক খাঁ (৫০) বিমানবন্দরের বহুতল কার-পার্কিং সংলগ্ন মসজিদের প্রধান গেটের সামনের ফুটপাত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সাদা পোষাকে দায়িত্ব পালন করা এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। এসময় তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়ে আসা হয়। এপিবিএন অফিসে আসার পর বিস্তারিত জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন যে, তার কাছে স্বর্ণ রয়েছে। এ সময় তাকে তল্লাশী করা হলে তার পরিহিত কালো রঙ্গের প্যান্টের ডান পকেট হইতে তিনি নিজ হাতে ০৪ টি গোল্ডবার (ওজন ৪৬৪) এবং ১৩৮ গ্রাম স্বর্নালংকার সহ মোট ৬০২ গ্রাম স্বর্ণ বের করে দেন। এ সময় তিনি এই স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেন নাই। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এ বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।এপিবিএন এর পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেন এস আই মুনতাসিম ফাহিম ।
এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান আরো জানান, পবিত্র ঈদ উপলক্ষে কুচক্রী মহলের চোরাচালানের চেষ্টা নস্যাৎ করার জন্য এপিবিএন চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
এপ্রিল মাসব্যাপী পরিচালিত এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ০৮ কেজির বেশি স্বর্ণ, মোবাইল ফোন, মদ, কসমেটিকস এবং বিপুল পরিমান অন্যান্য শুল্কযোগ্য পণ্য আটক করা হয় এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হয়
এদিকে এই মামলার তদন্তকর্মকর্তা বিমানবন্দর থানার এস আই এনায়েত কবির মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , আসামির বিরুদ্দে দায়েরকৃত মামলা নাম্বার হলো ৪৮-৩০/০৪/ ২০২৩ ইং । আরো অধিক তথ্য উদ্ঘাটনের স্বার্থে রিমান্ড চেয়ে গতকাল ৩০ এপ্রিল রবিবার সিএমএম কোর্টে মহামান্য হাকিম আদালতে পাঠানো হয় । এই সময় মহামান্য আদালত আসামির বিরুদ্ধে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।