আমি গণমাধ্যমকে ভয় পাই: ইসি আলমগীর
অনলাইন নিউজ ডেক্স
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের চেয়ে উপজেলা পরিষদ নির্বাচনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। জাতীয় নির্বাচনে সেনাবাহিনী ছিল, এখন শুধু সেনাবাহিনী থাকবে না।
রোববার বিকালে গোপালগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন একযোগে অনুষ্ঠিত হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্য পর্যাপ্ত থাকে না। তবে উপজেলা নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য পর্যাপ্ত মাঠে থাকবে।
সুষ্ঠু নির্বাচনের রেকর্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জাতীয় নির্বাচনে যত ফোর্স দেওয়া ছিল তার চেয়ে ডাবল হবে। কোনো কোনো ক্ষেত্রে চারগুণও হতে পারে।
নির্বাচন কমিশনার বলেন, গণমাধ্যমের সামনে সব ধরনের কথা বলা রিস্ক। আমি গণমাধ্যমকে ভয় পাই। আমি কোথাও বলিনি শতকরা ৮০ ভাগ ভোট পড়বে। তবে কোনো কোনো গণমাধ্যম তা প্রচার করেছে। অনেকে আবার কলামও লিখেছেন।
এ সময় পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফায়জুল হক মোল্লাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।