আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যানকে ধরিয়ে দিল জনতা


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মেহেরাজ উদ্দিনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার (৬ নভেম্বর) রাত ১২ টায় নিঝুমদ্বীপ ইউনিয়নের বন্দরটিলা বাজারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। যৌথ বাহিনী সূত্রে জানা যায়, নিঝুম দ্বীপ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. মেহেরাজ উদ্দিন দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি বুধবার সকালে নিজ বাড়িতে অবস্থান নিয়েছেন জানতে পেয়ে যৌথ বাহিনী রাত ১২টায় তাকে গ্রেফতার করে। স্থানীয় বাসিন্দারা বলেন, মেহেরাজ দীর্ঘ ১০ বছর চেয়ারম্যান ছিলেন। তিনি ক্ষমতায় থাকাকালে সাধারণ মানুষের জমি দখল করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। বুধবার সকালে নিঝুম দ্বীপে ঢুকে তার অতীতের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করার চেষ্টা করেন। নৌবাহিনী ও পুলিশের সহযোগিতায় অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।’ নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার মেহেরাজ উদ্দিন নিঝুম দ্বীপে অবস্থান করছেন, এমন খবর স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। আমরা পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। হাতিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনী সর্বাত্মক চেষ্টা করছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহিদুল আনোয়ার বলেন, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মেহেরাজের বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা আছে। তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

সর্বশেষ :

ভাঙ্গায় সেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত   ভাঙ্গায় সেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হরিণাকুণ্ডু সরকারি লালন শাহ কলেজে আন্তঃ বিভাগ মিনিবার ফুটবল টুর্নামেন্টের সমাপনি ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান   হরিণাকুণ্ডু সরকারি লালন শাহ কলেজে আন্তঃ বিভাগ মিনিবার ফুটবল টুর্নামেন্টের সমাপনি ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান দেশের আন্দোলন-সংগ্রামে সব সময় জিয়া পরিবার পাশে ছিলেন-দুলু   দেশের আন্দোলন-সংগ্রামে সব সময় জিয়া পরিবার পাশে ছিলেন-দুলু রেজু সভাপতি  তসলিম সম্পাদক  আত্রাই বিএনপির  দ্বি -বার্ষিকী সম্মেলন   রেজু সভাপতি তসলিম সম্পাদক আত্রাই বিএনপির দ্বি -বার্ষিকী সম্মেলন তিন মাসে অন্তর্বর্তী সরকার অনেক কাজ করেছে : মির্জা ফখরুল   তিন মাসে অন্তর্বর্তী সরকার অনেক কাজ করেছে : মির্জা ফখরুল চিন্তার স্বাধীনতা ফিরে পেয়েছেন ছাত্র-শিক্ষকরা: প্রধান উপদেষ্টা   চিন্তার স্বাধীনতা ফিরে পেয়েছেন ছাত্র-শিক্ষকরা: প্রধান উপদেষ্টা ট্রাইব্যুনালের মামলায় প্রথম জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন   ট্রাইব্যুনালের মামলায় প্রথম জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন আদালতে আমুর বক্তব্যে উত্তেজনা, আইনজীবীকে পিটুনি   আদালতে আমুর বক্তব্যে উত্তেজনা, আইনজীবীকে পিটুনি