ইবি থানা পুলিশের বিশেষ অভিযানে পরিচালনা কালে গ্রেফতারী পরোয়ানায় আটক ০৬
অনলাইন নিউজ ডেক্স
অদ্য ইং-০৯/১০/২০২৩ তারিখ ইবি থানা পুলিশের বিশেষ অভিযানে পরিচালনা কালে গ্রেফতারী পরোয়ানা মূলে ০৬ জন আসামী গ্রেফতার করা হয়। এসআই (নিঃ) মোঃ রাসেল মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী মোঃ শেখম মন্ডল, পিতা-মোঃ নিয়ামত আলী, গ্রাম-গজনবীপুর, থানা-ইবি, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করেন।
এএসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী শফিকুল ইসলাম, পিতা-আব্দুল জব্বার, গ্রাম-উজানগ্রাম, থানা-ইবি, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করেন।
এএসআই (নিঃ) সুশংকর বিশ্বাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী মোঃ সুজন শাহ, পিতা-রাজু শাহ এবং মোঃ রেজাউল করিম, পিতা-রাজ্জাক, উভয় গ্রাম -পশ্চিম আব্দালপুর, থানা-ইবি, জেলা-কুষ্টিয়াদ্বয়কে গ্রেফতার করেন।
এএসআই (নিঃ) মোঃ সাইফ বিল্লাহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী মোঃ আনিচুর রহমান, পিতা-আব্দুল বেপারী, গ্রাম-বৈদ্যানাথপুর, থানা-ইবি, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করেন।
এএসআই (নিঃ) মোঃ আব্দুল গফুর সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী মোঃ মিঠু, পিতা-জহির মন্ডল, গ্রাম-শন্তিডডাঙ্গা, থানা-ইবি, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করেন। উল্লেখিত সকল আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ইবি থানার অফিসার ইনচার্জ আননূর যায়েদ বলেন: থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।