এগিয়ে আসছে ১৩০ ফুট গ্রহাণু
অনলাইন নিউজ ডেক্স
পৃথিবীর কাছাকাছি এগিয়ে আসছে ১৩০ ফুট গ্রহাণু। গ্রহাণুটি নাসার সেন্টার ফর নিয়ার-আর্থ অবজেক্ট স্টাডিজ দ্বারা ‘গ্রহাণু ২০০৭ ইজি’ হিসাবে মনোনীত করা হয়েছে।
১৯৭৬ সালে পালোমার অবজারভেটরিতে প্রথমবার গ্রহাণু ২০৬২ অ্যাটেন আবিষ্কার করেছিলেন আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী ইলেনর হেলিন। আর পৃথিবীর দিকে এগিয়ে আসা এই গ্রহাণুটি অ্যাটেন গ্রুপেরই অন্তর্গত।
নাসা জানিয়েছে, গ্রহাণু ২০০৭ ইজি বিপজ্জনক গ্রহাণু নয়। আর আকারের দিক থেকে গ্রহাণু ২০০৭ ইজি প্রায় ১৩০ ফুট চওড়া।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।