কলা বেধে রকেট উৎক্ষেপণ করলেন ইলন মাস্ক
অনলাইন নিউজ ডেক্স
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ইলন মাস্ক। তার মহাকাশ সংস্থা স্পেস এক্সের দাবি, তাদের পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণ সফল হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৯ নভেম্বর) টেক্সাসের ব্রাউনসভিলের বোকা চিকা লঞ্চপ্যাড থেকে এ রকেটটি উৎক্ষেপণ করা হয়। খবর আল জাজিরা ও কালেক্ট স্পেসের।
প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশে প্রায় এক ঘণ্টা থাকার পর স্টারশিপ পৃথিবীতে ফিরে আসবে। এটিকে আবার যথাযথভাবে লঞ্চপ্যাডে ফিরিয়ে আনার কথা ছিল, তবে পরে কারিগরি কারণে এ সিদ্ধান্ত থেকে সরে আসে স্পেস এক্স। এটি ভারত মহাসাগরে পড়বে। এর আগে পঞ্চম দফার পরীক্ষার সময় প্রথমবার এ সাফল্য পেয়েছিল প্রতিষ্ঠানটি।
ইলন মাস্কের এই স্টারশিপ রকেট উৎক্ষেপণকে ঘিরে নতুন করে একটি তথ্য আলোচনায় এসেছে। কোনো নভোচারী ছাড়াই ওই স্টারশিপ রকেট পাঠানো হয়েছে। তবে রকেটে একটি কলা বেঁধে দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্পেসএক্স-এর কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং ম্যানেজার এবং কোম্পানির লাইভ লঞ্চ ওয়েবকাস্টের সহ-হোস্ট কেট টাইস বলেন, বেশ কিছুদিন ধরে দ্রুত ভিজ্যুয়াল তুলনার জন্য কলা ব্যবহার করা হচ্ছে এবং আমাদের সতীর্থরা ভেবেছিলেন যে স্টারশিপে হলুদ কিছু আনার সময় এসেছে। এটি একটি খেলনা কলা ফল যা স্পেসএক্স স্টারশিপের জিরো-জি নির্দেশক হয়ে উঠেছে।
রকেট উৎক্ষেপণে নতুন প্রেসিডেন্টের উপস্থিতি বিশ্বের কাছে ট্রাম্প ও মাস্কের ঘনিষ্ঠতার বার্তা দিল। এবারের নির্বাচনে ট্রামের জন্য নির্বাচনি প্রচারে অংশ নেওয়ার পাশাপাশি ১৩০ মিলিয়নেরও বেশি ডলার খরচ করেন ইলন মাস্ক।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।