কাশিমপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর জেলার কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফিরোজ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মানিকগঞ্জ সিপিসি-৩ কার্যালয়ের সদস্যরা শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশিয়ারা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। দণ্ডপ্রাপ্ত ফিরোজ হোসেন (৩০) ধামরাই উপজেলার কাছৈর গ্রামের মীর হোসেনের ছেলে। র্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসি-৩ কোম্পানির লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০২০ সালের ২৪ অক্টোবর রাতে ফিরোজ হোসেন কয়েকজন সহযোগিকে নিয়ে শুকুর আলী (৬৫) কে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে ধামরাই থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০২২ সালের ৯ নভেম্বর ধৃত আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন। ৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর জেলার কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে সে পালিয়ে যায়।