কিশোর গ্যাং-মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালাবে র‌্যাব


বর্তমান সামাজিক অবক্ষয়ের দুটি গুরুত্বপূর্ণ সমস্যা মাদক এবং কিশোর গ্যাং গ্রুপের বিরুদ্ধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সর্বাত্মক অভিযান চালাবে বলে জানিয়েছেন এর মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। মঙ্গলবার জাতীয় শহিদ মিনারে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তাসংক্রান্ত মতবিনিময় শেষে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। র‌্যাব ডিজি বলেন, সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাং গ্রুপ নির্মূলে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট। আমরাও অভিযান অব্যাহত রেখেছি। খুব দ্রুতই এ দুইয়ের বিরুদ্ধে আমরা সর্বাত্মক অভিযান চালাব। তিনি বলেন, কিশোর গ্যাংয়ের কেউ না কেউ আশ্রয়-প্রশ্রয়দাতা আছে। আমরা কিশোর গ্যাং সমূলে বিনাশের চেষ্টা করছি। পাশাপাশি যারা এদের পরিচালনা করছে আমরা তাদেরও আইনের আওতায় আনব। এ অনুষ্ঠানে মাদক ও কিশোর গ্যাং গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা ও অভিজ্ঞতার আলোকে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের লেখা ‘মাদকের সাতসতেরো: বাংলাদেশের বাস্তবতা ও সমাধানসূত্র’ এবং ‘কিশোর গ্যাং : কীভাবে এলো, কীভাবে রুখব’ শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এর আগে জাতীয় শহিদ মিনার প্রাঙ্গণে র‌্যাব ডিজি বলেন, হুমকি না থাকলেও কেন্দ্রীয় শহিদ মিনারে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি রোধে ঢাকাসহ সারা দেশে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় সুইপিং করবে। র‌্যাবের হেলিকপ্টার সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। বিভিন্ন এলাকার রাস্তায় চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হবে।