কুরবানী ঈদকে সামনে রেখে আইন শৃংখলা রক্ষায় খোকসা থানা পুলিশের ব্যাপক প্রস্তুতি
জাহাঙ্গীর আলম রানা, খোকসা উপজেলা প্রতিনিধি, কুষ্টিয়া
আসন্ন কুরবানী ঈদকে সামনে রেখে খোকসা থানা পুলিশের ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। কুষ্টিয়া জেলার প্রবেশপথ খোকসা পাংশা সীমান্তের সেক পোস্টে ইতিমধ্য টহল জোরদার করা হয়েছে। সন্দেহ ভাজন গণপরিবহন, পণ্যবাহী গাড়ি এবং সন্দেহ ভাজন ব্যক্তিদের করা নজরদারির মধ্য দিয়ে প্রবেশ করতে হচ্ছে এছাড়া খোকসা উপজেলার ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে আলাদা আলাদা ভাবে বৈঠক করেছেন খোকসা থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ । এ বিষয়ে তিনি বলেন, আসন্ন কুরবানী ঈদকে সামনে রেখে খোকসা থানায় কোন প্রকার আইন-শৃংখলার অবনতি যেন না ঘটে এজন্য আমি পর্যায়ক্রমে খোকসা উপজেলার ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের নিয়ে বৈঠক করেছি এবং তাদের সাথে আলাপ আলোচনা মাধ্যমে আসন্ন ঈদকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য তাদের সহযোগিতা কামনা করেছি এবং প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের থেকে ১০ জন সদস্যের একটি করে টিম গঠন করে রাতে পাহারা দেওয়ার নির্দেশনা দিয়েছি যাতে করে এলাকায় চুরি ডাকাতি ছিনতাই প্রতিরোধ করা যায় ঈদে মানুষ যাতে নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিতে ঘুমাতে পারে এবং তাদের জানমালের নিরাপত্তা থাকে সেই আলোকে সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং প্রতিটি টিমের সদস্যদের নাম ও ঠিকানা সংগ্রহ করে নোট করে রেখেছি এবং তাদের নির্দেশনা দিয়েছি তাদের নিজ নিজ এলাকায় কোন নাশকতা সৃষ্টি হলে খোকসা থানা পুলিশকে অবহিত করতে এবং টহলরত পুলিশের সহযোগিতা নিতে সর্বপরি সকল জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে আসন্ন ঈদ উল আযহা খোকসা উপজেলার প্রতিটি মানুষ প্রতিটি পরিবার যেন নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে এ ব্যাপারে খোকসা থানা পুলিশ সর্বদাই প্রস্তুত থাকবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।