কুষ্টিয়া ও দৌলতপুর থানার নবাগত দুই অফিসার ইনচার্জকে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা
জাহাঙ্গীর আলম রানা, খোকসা উপজেলা প্রতিনিধি, কুষ্টিয়া
জনস্বার্থে বদলী হওয়া ২২ শে জুন কুষ্টিয়ার নবাগত দুইজন অফিসার ইনচার্জকে পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করলেন কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।
নবাগত দুই জন অফিসার ইনচার্জ হলেন সৈয়দ আশিকুর রহমান, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা এবং মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, দৌলতপুর থানা। নবাগত দুই জন অফিসার ইনচার্জসহ কুষ্টিয়া জেলায় কর্মরত ০৪(চার) জন নিরস্ত্র পুলিশ পরিদর্শকগণকে কুষ্টিয়া জেলা অফিস আদেশ মোতাবেক মজিবুর রহমান, ইনচার্জ, ক্রাইম প্রিভেনশন ইউনিট, কুষ্টিয়া, গৌতম ঠাকুর, ইন্সপেক্টর(তদন্ত), খোকসা থানা, মোঃ জব্বারুল ইসলাম, ইন্সপেক্টর(তদন্ত), মিরপুর থানা, সুকল্যান বিশ্বাস, ইন্সপেক্টর(তদন্ত), কুমারখালী থানা, কুষ্টিয়া হিসেবে জনস্বার্থে বদলী করা হয়।
এসময় পুলিশ সুপার অফিসার ইনচার্জদ্বয়কে থানায় আগত সাধারণ মানুষের সহযোগিতা, অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ ও জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
পুলিশ সুপার আরো বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন, নৈতিকতা বিবর্জিত কাজ বর্জন, মামলা তদন্ত, আসামি গ্রেফতার, গোয়েন্দা তথ্য সংগ্রহসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক তথ্য সংগ্রহ এবং কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়া, নারী ও শিশু নির্যাতন রোধে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ব্যাপক গণজাগরণ সৃষ্টি করাসহ বিধি মোতাবেক পুলিশ সদস্যদের প্রাপ্য ছুটি নিশ্চিত করতে নবাগত অফিসার ইনচার্জদ্বয়ের প্রতি আহবান জানান।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।