কেনিয়ায় কারখানায় বিস্ফোরণ, অগ্নিকাণ্ডে নিহত দুই


কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি কারখানায় আগুন লাগে ও বিস্ফোরণ হয়। স্থানীয় কর্মকর্তারা শুক্রবার এ খবর দিয়েছেন। পুলিশ কমিশনার অ্যাডামসন বুনগেই জানিয়েছেন, অন্ততপক্ষে ১৬৫ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেনিয়ার রেড ক্রস জানিয়েছে, আহতের সংখ্যা তিনশ পর্যন্ত হতে পারে। ডয়চে ভেলে নাইরোবিতে এই আগুন লাগে মাঝরাতে। কেনিয়ায় এই কারখানায় গ্যাস সিলিন্ডারে তখন গ্যাস রিফিলের কাজ চলছিল। সেই সময় আগুন লাগে। বিস্ফোরণ হয়। তাই এতো মানুষ আহত হয়েছেন। কেন আগুন লাগল তা জানা যায়নি। আগুন ও বিস্ফোরণে বাড়ির খুব বেশি ক্ষতি হয়েছে। পুলিশ প্রধান জানিয়েছেন, যে দুইজন মারা গেছেন, তার মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। মৃতের সংখ্যাও আরো বাড়তে পারে। দমকলের কর্মীরা এখনো আগুন নেভানোর কাজে ব্যস্ত। কারখানা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।