কেন্দুয়ায় আমন ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে পৌরশহরের খাদ্য গুদামে এ অভিযানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শহীদুল্লাহ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতাকাব্বির খান, উপজেলা কৃষক লীগের সভাপতি ফণীভূষণ ভদ্র মাধুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতাকাব্বির খান বলেন, চলতি আমন মৌসুমে ৩০ টাকা কেজি দরে ৭২৫ মেট্রিক টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ৯৭০ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।