কেন্দুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ৪ শত ৪৪জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন


নেত্রকোনার কেন্দুয়ায় ২০২৩ জিপিএ-৫ প্রাপ্ত ৪শত ৪৪জন কৃতি শিক্ষার্থীদের কেন্দুয়া উপজেলা প্রশাসন কর্তৃক সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কেন্দুয়ায় নেত্রকোনা জেলার পরিষদ হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল। এসময় মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসার পর্যায়ের ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শত ৪৪ জন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বই তুলে দেন স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাবেরী জালাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল। এছাড়াও সহকারী অধ্যাপক আসাদুল করিম মানুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুইঁয়া, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আসাদুল হক ভূইয়া, ওসি আলী হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল আলম, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙ্গালি, বানেটেক কারিগরি কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, দিগলী মাছিয়ালী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মুকিবুর রহমান,জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ইসরাত জাহান প্রীতি , শহীদ স্মৃতি বিদ্যাপীঠের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী কাকলী রানী বিশ্ব শর্মা প্রমূখ।