কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ
নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে লাভিলা আক্তার( ১৫ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লি গ্রামে
১৮ আগষ্ট ( শুক্রবার) সকাল ১০.০০ ঘটিকার দিকে। লাভিলা আক্তার ঐ গ্রামের স্বপন মিয়া.ও লাকি আক্তারের কন্যা সন্তান।
পরিবার সূত্রে জানা যায় সকালের দিকে নিজের ঘর থেকে বের হয়ে শিশু লাভিলা উঠানে খেলা করছিল।পরে ঘরের লোকজন তাকে খোজাখুজি করে না পেয়ে দেখে বাড়ির পূর্ব পার্শ্বের পুকুরে ভাসছে লাভিলার লাশ। পরে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিরাং ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান মিন্টু বলেন দুল্লি গ্রাম নিবাসী শাহজাহান মিয়ার শিশু কন্যা সন্তান লাভিলা আক্তার শুক্রবার (১৮ আগষ্ট )সকাল ১০টার দিকে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।যা খুবই দু:খজনক এবং মর্মান্তিক।
কেন্দুয়া থানার উপপুলিশ পরিদর্শক তানভির মেহেদি পুকুরে ডুবে শিশু লাভিলা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।