কেন্দুয়ায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬ তম জন্মবার্ষিকী পালন


নেত্রকোণার কেন্দুয়ায় সৎসঙ্গের উদ্যোগে শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (১৯জানুয়ারী) সকালে যুগ-পুরুষোত্তম পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে কেন্দুয়া পৌরসদরের আইথর ভাটিরকোনা সেনবাড়ি মন্দির প্রাঙ্গন হতে পরমপুরুষ শ্রীশ্রী অনুকূল ঠাকুরের প্রতিকৃতি নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালী পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। তার পূর্বে বৃহস্পতিবার সন্ধ্যায় সমবেত প্রার্থনা, গ্রন্থাদি পাঠ, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান ও অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়। শুক্রবার ভোর ৫-৩০মি: বেদ ও মাঙ্গলিক নহবৎ, ঊষা ও নগরকীর্তন, প্রার্থনা, ধর্মগ্রন্থাদি পাঠ, ৯-১মিনিটে অনুকূল ঠাকুরের ১৩৬তম জন্ম মূহুর্ত ঘোষণা ও ভোগ-রাগ নিবেদন শেষে শুভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সনাতনধর্মীয় নেতৃবৃন্দসহ ভক্ত-অনুসারীগণ অংশ গ্রহন করেন। এ ছাড়াও পুলিশ প্রশাসন,সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। সৎসঙ্গের সভাপতি মলয় মজুমদার সভাপতিত্বে সাধারণ সম্পাদক চয়ন সরকারের সঞ্চালনায় পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুরের ভাবাদর্শে আদর্শ সমাজ গঠনে নারী জাতির ভূমিকা\' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সৎসংঘের অনুষ্ঠান উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক চয়ন সরকার জানান, দুপুর ১২-১ মিনিটে ভক্তিমূলক সঙ্গীত ও ১-৩০ মিনিটে মাতৃ সম্মেলন হবে। এতে\'পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুরের ভাবাদর্শে আদর্শ সমাজ গঠনে নারী জাতির ভূমিকা\' শীর্ষক আলোচনা হবে। এছাড়া ২-৩০ মিনিটে ধর্মসভায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য জীবন ও বাণী নিয়ে আলোচনা করবেন- পরম দয়ালের পুত:পবিত্র পাঞ্জাধারী ঋত্বিকবৃন্দ ও ধর্মীয় আলোচকবৃন্দ। সব শেষে সন্ধ্যায় বিশেষ প্রার্থনা, ঠাকুরের গ্রন্থাদি পাঠ,ভক্তিমূলক সঙ্গীত এবং দেশ ও জাতির কল্যাণে বন্দে পুরুষোত্তমম্ ধ্বনির মাধ্যমে অনুষ্ঠানাদির সমাপ্তি ঘোষণা করা হবে। এসময় কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকার, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহবায়ক দুলাল কান্তি চৌধুরী, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি রাখাল বিশ্বাস, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, বেতার ও টিভি শিল্পী সুসেন সাহা রায়সহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।