কোটা আন্দোলনের নেতাকে সাদা পোশাকে তুলে নিল কারা


কক্সবাজার সদরের ঝিলংজা হাজীপাড়া এলাকা থেকে সাহেদ মো. লাদেন নামে কোটা আন্দোলনের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুর ২টার দিকে সাদা পোশাকধারী দুইজন ব্যক্তি মোটরসাইকেলে করে তাকে তুলে নিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টায় পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি। সাহেদ মো. লাদেন কক্সবাজার মডেল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সম্প্রতি সিভিল ডিপ্লোমা পরীক্ষা সমাপ্ত করেছেন। তিনি হাজী পাড়ার মো. শাহ আলমের ছেলে এবং কক্সবাজারে কোটা আন্দোলনের অন্যতম নেতা। নিখোঁজ সাহেদের মা উম্মে আয়মান বলেন, দুপুর ২টার দিকে শাহেদ মোবাইলে টাকা ঢুকানোর জন্য বাড়ির সামনে যায়। এ সময় হঠাৎ দুটি মোটরসাইকেল নিয়ে কয়েকজন লোক এসে তাকে তুলে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উম্মে আয়মান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদা পোশাকে এসে তাকে নিয়ে গেছে। তিনি বলেন, এরপর থানা ও গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেও সঠিক তথ্য পাওয়া যায়নি। এতে করে তিনি ও পরিবারের সদস্য আতংকিত বলে জানিয়েছেন তিনি। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এমন কাউকে তারা আটক বা তুলে নিয়ে যাননি। এতে করে প্রশ্ন উঠেছে সাহেদকে তুলে নিল কারা? স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হাজীপাড়া এলাকায় পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে বসা অবস্থায় সাহেদ মো. লাদেনকে সাদা পোশাকধারী দুইজন মোটরসাইকেল আরোহী তুলে নিয়ে গেছে। যা এলাকার সিসি ক্যামেরায় ধরা পড়ে। এ বিষয়ে জানতে চাইলে সদর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুজ্জামান বলেন, পুলিশ এমন কাউকে থানায় নিয়ে আসেনি। একই ধরনের দাবি করেছেন কক্সবাজার জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাহমুদ। সাহেদের বন্ধু মো. জুয়েল জানান, পরিবারের সদস্যদের নিয়ে ইতিমধ্যে থানা পুলিশসহ প্রায় সব জায়গায় থাকে খোঁজা হয়েছে; কিন্তু কোনো সংস্থাই এখনো পর্যন্ত সাহেদকে তাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেনি। সাহেদ কোটা আন্দোলনের সঙ্গে জড়িত না দাবি করে তিনি বলেন, ছাত্র হিসেবে সে ফেসবুকে কিছু ভিডিও শেয়ার করেছেন।