কোরবানিতে নাটোরে ২৫০০ কোটি টাকার পশু বিক্রির সম্ভবনা
অনলাইন নিউজ ডেক্স
কোরবানির ঈদকে সামনে রেখে নাটোরে ২৫০০ কোটি টাকার কোরবানির পশু বিক্রি সম্ভবনা ধরা হয়েছে। জেলায় ৪ লাখ ৭৮ হাজার ২২৭টি কোরবানির পশু প্রস্তুত করেছেন খামারিরা। ইতিমধ্যে নাটোরের বিভিন্ন হাটে, খামারে এবং অনলাইনে পশু বিক্রি শুরু হয়েছে।
জেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা যায়, এ বছর নাটোর জেলায় ১৮ হাজার অধিক খামারে ৪ লাখ ৭৮ হাজার ২২৭ টি কোরবানির পশু প্রস্তুত রাখা হয়েছে। গত মৌসুমে কোরবানির ঈদে ছিল ৫ লাখ ২০ হাজার ২৩৮টি পশু। এ বছর জেলায় ষাঁড় ৯৪ হাজার ৬৫৮টি, বলদ ১২ হাজার ৮৫৩ টি, গাভী ১৪ হাজার ৩৩৫, মহিষ ২ হাজার ১৬৬টি, ভেড়া ৩৪ হাজার ১৫০টি, ছাগল ৩ লাখ ২০ হাজার ৩৬ টি এবং অন্যান্য ২৯টি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে।
এর মধ্য নাটোর সদর উপজেলায় ৮৭ হাজার ৪৬০টি, বাগাতিপাড়া উপজেলায় ৩৭ হাজার ৯২২টি, নলডাঙ্গা উপজেলায় ৫৬ হাজার ১৮৪টি, লালপুর উপজেলায় ৪০ হাজার ৯৮১টি, গুরুদাসপুর উপজেলায় ৯৭ হাজার ৮৮৯টি, সিংড়া উপজেলায় ৯২ হাজার ৫৬৬টি এবং বড়াইগ্রাম উপজেলায় ৬৫ হাজার ২২৫টি কোরবানির পশু প্রস্তুত রয়েছে।
এবার নাটোর জেলায় প্রায় দুই লাখ ৫২ হাজার ৪২টি কোরবানির পশু চাহিদা রয়েছে। বাকী উদ্বৃত্ত প্রায় ২ লাখ ২৬ হাজার ১৮৫টি পশু ঢাকাসহ বিভিন্ন জেলার হাটে বিক্রি করা হবে। এসব পশু হাটে ছাড়াও অনলাইন প্লাটফর্ম হাট থেকে পশু কেনাবেচা করা হবে।
নাটোর জেলার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট বসে নাটোর শহরের তেবাড়িয়া, বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া হাট,
সিংড়া ফেরিঘাটে, বাগাতিপাড়ার পেড়াবাড়িয়া, গুরুদাসপুরের চাঁচকৈড় এবং গোপালপুর উপজেলার মধুবাড়ীসহ জেলার বিভিন্ন পশুর হাটে এবার কোরবানির পশু বিক্রি হবে।
নাটোর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, এ বছর নাটোর জেলায় ৪ লাখ ৭৮ হাজার ২২৭টি কোরবানির পশু প্রস্তত রাখা হয়েছে। জেলায় কোরবানির চাহিদা পূরণ করে উদ্বৃত্ত ২ লাখ ২৬ হাজার ১৮৫টি পশু সারাদেশে বিক্রি করা হবে।
যার বাজার মূল্য প্রায় ২৫০০ কোটি টাকা। এখন খামারগুলোতে পশুর সঠিক পরিচর্যা ও গোখাদ্য সরবারহ করছেন খামারীরা।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।