ফল প্রত্যাখ্যান করা রুপনকে অবাঞ্ছিত ঘোষণা
অনলাইন নিউজ ডেক্স
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনকে নিয়ে উদ্দেশ্যমূলক বক্তব্যের অভিযোগে পরাজিত মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনকে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এদিকে ১২ জুনের নির্বাচনকে ডিজিটাল প্রহসন আখ্যা দিয়ে ফলাফল বর্জন করেছেন রুপন।
বুধবার দুপুরে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করে রুপনকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্র ও যুবদলের নেতাকর্মীরা।
এ সময় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ায় রুপনের কুশপুত্তলিকা দাহ করা হয়। নির্বাচনে অংশগ্রহণের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা রুপনকে বহিষ্কার করে বিএনপি।
এদিকে ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনকে ডিজিটাল প্রহসন মন্তব্য করে ফলাফল প্রত্যাখ্যান করেছেন রুপন।
বুধবার তিনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান, অধিকাংশ ভোট কেন্দ্রে ছাত্র-যুবলীগের কর্মীরা ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করেছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী ভোট গণনার আগে সব কেন্দ্র থেকে পুলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ এই নির্বাচনে ভোট দিতে পারেননি। অথচ দেখানো হয়েছে ৫২ শতাংশ ভোটগ্রহণ। এটা ইভিএমের ডিজিটাল জালিয়াতি।
রুপনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন। বক্তৃতা করেন- দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মুসফিকুল হাসান মামুন, যুবদল নেতা সাকলাইন, জেলা দক্ষিণ ছাত্রদল সহ-সভাপতি লিয়ন, মোহাম্মদ নজরুল, আরিফ সিকদার ও হাবিব সিকদার।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।