খুলনা-৬ আসনে ৭ প্রার্থীর মধ্যে ৫ জনের জামানাত বাজেয়াপ্ত
অনলাইন নিউজ ডেক্স
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৭ প্রার্থীর মধ্যে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
সহকারী রিটার্নিং অফিসারের দেওয়া তথ্যমতে, পাইকগাছা ও কয়রা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৩১৬। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২৬টি।
প্রাপ্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রশীদুজ্জামান নৌকা ১ লাখ ৩ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জিএম মাহবুবুল আলম ঈগল প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৪৭৪ ভোট।
এছাড়া বিএনএম প্রার্থী ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ নোঙ্গর ২১২০, জাতীয় পাটির শফিকুল ইসলাম মধু লাঙ্গল ৭৭৯ ভোট, তৃণমূল বিএনপির মো. নাদীর উদ্দীন খান ২৬৩ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মো. আবু সুফিয়ান আম ৮৭৬ ভোট, বাংলাদেশ কংগ্রেস মির্জা গোলাম আজম ডাব পেয়েছেন ৫৫৬ ভোট। এই পাঁচ প্রার্থী প্রাপ্ত ভোটের ১২ শতাংশ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।