গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ,বিক্ষোভ অবশেষে শ্রমিকদের দাবি মেনে নিলো কর্তৃপক্ষ।


মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে বিক্ষোভের মুখে অবশেষে শ্রমিকদের দাবি মেনে নিয়েছে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল কর্তৃপক্ষ।বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে উপজেলার ভিটিকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে শতশত শ্রমিক অবস্থান নিয়ে তাঁরা ২১দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেন। বেলা সোয়া ১১টার দিকে বিক্ষোভকারী শ্রমিকদের দাবি দাওয়ার ব্যাপারে আলোচনার আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে আনেন পুলিশ সদস্যরা। দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকেরা কোম্পানির ভেতরে অবস্থান নেন। পরে দুপুর সাড়ে ১২টা নাগাদ ২১ দফা দাবির মধ্যে ২০ দফা মেনে নেয় কর্তৃপক্ষ।আন্দোলনরত শ্রমিকরা জানান, বিভিন্ন কারণে কয়েক মাস আগে থেকে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মরত শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এর মধ্যে ১০ অক্টোবর সরকারি ঘোষণা উপেক্ষা করে কারখানা খোলা রাখা হয়। ওই দিন একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ছুটি না দিয়ে উল্টো খারাপ আচরণ করা হয় বলে অভিযোগ শ্রমিকদের। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তাঁকে হাসপাতালে না নিয়ে মেঝেতে ফেলে রাখা হয়। অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় মারা যান সেই শ্রমিক। এই ঘটনায় ক্ষুব্ধ হন শ্রমিকেরা। এর পর থেকে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। সেই পরিপ্রেক্ষিতে আজ সকাল আটটার দিকে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির কয়েক শ পুরুষ ও নারী শ্রমিক।বিষয়টি নিশ্চিত করে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কহিনুর আক্তার দৈনিক ডোনেট বাংলাদেশ কে বলেন,সকালে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান। সেখানে শ্রমিক ও মালিক পক্ষকে নিয়ে বসেন। শ্রমিকদের অধিকাংশ দাবিদাওয়া কিছুটা এদিক-সেদিক করে মেনে নিয়েছে কোম্পানি। সব শ্রমিকের বেতন এক হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। শ্রমিকদের কাজে যোগ দিতে বলা হয়েছে। এরপরও কর্মরত শ্রমিকদের অন্য কোনো অভিযোগ, দাবিদাওয়া থাকলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।