গাছের সঙ্গে কোলাকুলি করে রেকর্ড
অনলাইন নিউজ ডেক্স
ঘানার বাসিন্দা আবু বকর তাহিরু। সম্প্রতি মাত্র এক ঘণ্টায় এক হাজারের বেশি গাছের সঙ্গে কোলাকুলি করে গিনেস বুকে নাম লিখিয়েছেন তিনি।
বনবিদ্যা বিভাগে পড়াশোনা করা ২৯ বছর বয়সি এ যুবক এক ঘণ্টায় এক হাজার ১২৩টি গাছের সঙ্গে কোলাকুলি করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের তুস্কেগি ন্যাশনাল ফরেস্টে এই কীর্তি গড়েন। খবর ইউপিআইয়ের।
রোজা রাখা অবস্থাতেই তিনি এ রেকর্ড করেন। রেকর্ড গড়ার সময় দুই হাত দিয়ে গাছকে জড়িয়ে ধরা, কোনো গাছকে এক বারের বেশি জড়িয়ে না ধরার শর্ত মানতে হয় আবু বকরকে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।