গাজায় প্রথম বিড়াল ক্যাফে
অনলাইন নিউজ ডেক্স
ফিলিস্তিনের গাজায় প্রথমবারের মতো চালু হয়েছে বিড়াল ক্যাফে। প্রথম দিনেই সরগরম হয়ে উঠেছে ব্যতিক্রমী এই আড্ডা ঘর। হামাস যোদ্ধা দলের পরিচালনায় বৃহস্পতিবার যাত্রা শুরু করে ‘মিও ক্যাফে’। খোলার পরপর থেকেই যুদ্ধবিধ্বস্ত এই শহরের বিড়ালপ্রেমীরা একটুখানি স্বস্তির আশায় ভিড় জমাচ্ছেন ক্যাফেটিতে।
বিশ্বের অনেক জায়গায়ই রয়েছে এই বিড়াল ক্যাফের চল। যেখানে থাকে অর্থের বিনিময়ে কফি খেতে খেতে বিড়ালের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ পাওয়া যায়।
মিও ক্যাফের প্রতিষ্ঠাতা নায়মো মাবেদ (৫২) বলেন, সাধারণ জনগণের জীবনের বিভিন্ন সমস্যা থেকে কিছু সময়ের পরিত্রাণ হিসাবে এমন একটি ক্যাফে তৈরির পরিকল্পনা করেছিলেন তিনি। মিও ক্যাফেতে রয়েছে পানীয় পরিষেবার পাশাপাশি বিড়াল কর্নার। তবে এই বিড়াল কর্নারে দর্শনার্থীদের প্রবেশের আগে অবশ্যই তাদের জুতা প্লাস্টিকে ঢাকতে হবে। আর বিড়ালগুলোকে স্পর্শ করতে হলে তাদের হাত ধুয়ে নিতে হবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।