গাজীপুর সিটির কাউন্সিলর শাহীন আলম কারাগারে


রেললাইন কেটে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত করার ঘটনায় গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহীন আলমকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মাকছেদুর রহমান। আজ শুক্রবার দুপুরে তিনি বলেন, বিএনপি নেতা ও সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর শাহীন আলম সিঙ্গারপুর যাওয়ার জন্য বুধবার রাতে বিমানবন্দরের ইমিগ্রেশন ক্রস করছিলেন। বিষয়টি পিবিআই আগে থেকেই অবগত ছিল। পরে ইমিগ্রেশন পুলিশ ও কর্মকর্তাদের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত বছরের ১৩ ডিসেম্বর রাতে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে রাখা হয়। ওই দিন ভোরে নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। ইঞ্জিনসহ ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের রৌহা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে কাঁচামাল ব্যবসায়ী আসলাম হোসেন মারা যান। আহত হন ১০-১২জন। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। মামলাটি তদন্ত করছে পিবিআই। ট্রেন নাশকতার ঘটনায় জড়িত থাকার গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং ওই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাসান আজমল ভূঁইয়াসহ ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে দেওয়া তাদের স্বীকারোক্তিতে শাহীন আলমের নাম আসে। এরই পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুর যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাউন্সিলর শাহীন আলম গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার মৃত ফাইজুদ্দিনের ছেলে। তিনি ওই ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাউন্সিলর পদে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।