গোপালগঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোরণে নিহত ১
অনলাইন নিউজ ডেক্স
গোপালগঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোরণে নুর ইসলাম মোল্যা (৪৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত এবং তার ২ শিশু সন্তান আহত হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ফেরিঘাটে অবস্থিত মনোরমা রাইস মিলে এই বয়লার বিস্ফোরনের ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম মোল্যা সদর উপজেলার হরিদাসপুর প‚র্বপাড়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে। এই রাইচ মিলে কর্মী হিসেবে নূর ইসলাম মোল্লার স্ত্রী নিপা বেগম দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। নিহত ও আহতরা রাইস মিলের মধ্যে বয়লারের পাশেই তৈরী করা একটি ঘরে ঘুমিয়ে ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার (৬ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে হঠাৎ করেই ওই রাইসমিলের বয়লার বিস্ফোরণ ঘটে বয়লারের পাশের ঘর ভেঙ্গে দেয়াল দেওয়াল পড়েযায়। এতে ওই ঘরে ঘুমিয়ে থাকা নুর ইসলাম মোল্যা । ঘটনাস্থলে নিহত হয় আহত হয় তার শিশু ২ সন্তান। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরবর্তীতে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়দের সহায়তায় নিহত-আহতদের উদ্ধার করা হয় এবং তার দুই সন্তান রোমানা (১১) ও মোস্তাকিম (৫) কে আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল হলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।