চট্টগ্রামে বন্যার্তদের জন্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা দিল যুক্তরাজ্য
অনলাইন নিউজ ডেক্স
চট্টগ্রাম বিভাগে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি ৪০ লাখ টাকার বেশি (২ লাখ ৫০ হাজার পাউন্ড) মানবিক সহায়তা দিয়েছে যুক্তরাজ্য। এসব অর্থ বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮ হাজারেরও বেশি মানুষকে দেওয়া হবে। যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
স্টার্ট ফান্ড বাংলাদেশ এসব অর্থ বরাদ্দে কারিতাস বাংলাদেশ এবং অ্যাকশন এইড বাংলাদেশের সঙ্গে কাজ করবে। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রশংসা করে যুক্তরাজ্য এই সহযোগিতা দিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সবার পাশে দাঁড়িয়েছে। জরুরি প্রয়োজনে সাড়া দিতে যুক্তরাজ্য ২ লাখ ৫০ হাজার পাউন্ড মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে। এতে আমি আনন্দিত।
‘এই সহায়তা খাদ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, স্বাস্থ্য কিট, আশ্রয় সামগ্রীসহ ক্ষতিগ্রস্ত ১৮ হাজারেরও বেশি মানুষকে নগদ অর্থসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সরবরাহ করবে। এটি দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সরকারের উদ্যোগের পরিপূরক। পাশাপাশি বাংলাদেশে দুর্যোগের প্রস্তুতি ও দুর্যোগ-পরবর্তী ব্যবস্থায় যুক্তরাজ্যের দীর্ঘদিন ধরে করে আসা সাহায্যের অংশ।’
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।