চাঁপাইনবাবগঞ্জে আখ চাষিদের নিয়ে মাঠ দিবস পলিত


চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার দেবীনগর পুটিমারি বিলে সাশ্রয় মূল্যে আখ চাষের জন্য মুড়ি আখ চাষের ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০: টায়, ৪র্থ ফেজ বাস ইউএসডিএ বিএসআরআই সিআর -১ প্রকল্পের অর্থায়নে ও কৃষি প্রকৌশল বিভাগ বিএসআরআই ইশ্বরদী পাবনা এর সম্পাদনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড.মো ওমর আলী মহাপরিচালক বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট । আনিসুর রহমান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান গবেষক বাস-ইউএসডিএ সিআর প্রকল্প-১ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম সহ মুড়ি আখ চাষীরা। এ সময় বক্তারা, সাশ্রয় মূল্যে আখ চাষের জন্য মুড়ি আখ চাষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন উপস্থিত ব্যক্তিরা।