চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের অভিযানে ৩০৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার-১
অনলাইন নিউজ ডেক্স
নাসিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ২ নং শাহাবাজপুর ইউনিয়নের বাগমারী দিলালপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০৯ বোতল ফেনসিডিল ও এমকে ড্রিলসহ মহিবুর নামে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার আসামি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের জোবেদা বেগম ও মহবুল হোসেনের ছেলে মহিবুর রহমান (৩০)।
র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে শাহাবাজপুর ইউনিয়নের বাগমারী দিলালপুর গ্রামে একটি আম বাগানে কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নের্তৃত্বে র্যাবের সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।
এ সময় ২২৬ বোতল ফেনসিডিল ও ৮৩ বোতল এমকেড্রিলসহ মহিবুরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।