জগন্নাথপুরে ইট ভাটায় তিন লাখ টাকা জরিমানা
অনলাইন নিউজ ডেক্স
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন লাখ পনের হাজার ২০০ টাকা
জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১০এপ্রিল) দুপুরে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ইউএসবি ব্রিক ফিল্ডকে (ইট ভাটা) এ জরিমানা
করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম।
তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)
আইন ২০১৩ এর আওতায় গ্রামীন সড়ক ব্যবহার করে ইটের কাঁচামাল ভারি যানবাহন দিয়ে পরিবহন এবং
কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ইট তৈরির জন্য বিভিন্ন জায়গা থেকে মাটি কাটার অপরাধে অর্থদণ্ড প্রদান করা
হয়।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।