জাতীয় পরিষদে পিএমএল-এন দলের সংসদীয় নেতা খাজা আসিফ


পাকিস্তানের জাতীয় পরিষদে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের সংসদীয় নেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শনিবার এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। খবর সামা টিভির। খাজা মুহাম্মদ আসিফ ২০২২ সালের এপ্রিল মাস থেকে ২০২৩ সালের আগস্ট মাস পর্যন্ত পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ২০১৮ সালের আগষ্ট মাস থেকে ২০২৩ সালের আগষ্ট মাস পর্যন্ত জাতীয় পরিষদের সদস্য ছিলেন। ২০১৯ সালের মে মাসে পাকিস্তানের জাতীয় পরিষদে পিএমএল-এন-এর সংসদীয় নেতা হিসেবে মনোনয়ন পেয়েছিলেন তিনি। এর আগে ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল এবং পুণরায় ২০০২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় পরিষদের সদস্য ছিলেন তিনি। খাজা আসিফ ২০১৭ সালের আগস্ট মাস থেকে ২০১৮ সালের এপ্রিল মাস পর্যন্ত আব্বাসি মন্ত্রিসভায় পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তৃতীয় শরীফ মন্ত্রণালয়ে প্রতিরক্ষা মন্ত্রী এবং পানি ও বিদ্যুৎ মন্ত্রী ছিলেন তিনি।